“আমি যদিও ঢাকার নামকরা একটি কলেজের ICT বিষয়ের প্রভাষক ছিলাম, আমি ছোটদের গণিত ও ইংরেজি পড়াতে পছন্দ করতাম। যখন যাকে যেখানে পাই গণিত ও ইংরেজি পড়ার আগ্রহ তৈরি করিয়ে দেই। তারপরও করোনা কালীন সময় গণিত ও ইংরেজি উপর প্রায় ২,৫০০টি ভিডিও লেসন্স এর মাধ্যমে ৩০,০০০ জনের অধিক শিক্ষার্থীকে পড়িয়েছি www.OnlineCoaching.com.bd ওয়েব সাইট এবং ইউটিউব চ্যানেল OnlineCoaching.com.bd এর মাধ্যমে। এখন www.MEvictory.com এই ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে কেজি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র গণিত ও ইংরেজি  শিক্ষিকা দিয়ে পড়িয়ে থাকি।”

মো: জামশেদ আলম
প্রথম শিক্ষক, CEO
MEvictory

 কেন ১টি ফ্রি ক্লাসঃ

আমাদের শিক্ষিকাদের মান, দক্ষতা, পদ্ধতি দেখে শিক্ষার্থী ও অভিবাবক যেন সঠিক সিদ্বান্ত নিতে পারে।  

কেন অনলাইনে ১ঃ১ কোচিংঃ

এক জন শিক্ষার্থীর গণিত ও ইংরেজির বেইজ ও লজিক ডেভেলপমেন্ট এর জন্য অনলাইনে বেস্ট। কেননা আমরা গতাগতিক কোচিং সেন্টারের মত সকল বিষয় পড়াই না। লেকচার শীট দিয়ে নিম্ন মানের শিক্ষক দ্বারা পড়াই না। অনলাইনে ১ঃ১ হওয়াতে শিক্ষার্থী নিঃসংকোচে যেকোনো প্রশ্ন করতে পারে, জানতে পারে। শিক্ষার্থী নিজের সুবিধা মত সময় পড়তে পারে।

কেন আমরা অন্যদের থেকে আলাদাঃ

আমাদের এক ঝাক শিক্ষকের গবেষণার মাধ্যমে তৈরি করা কারিকুলাম, পড়ানোর কৌশল ও বিভিন্ন পদ্ধতি দিয়ে শুধুমাত্র গণিত ও ইংরেজি পড়াই, কেজি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। 

MEvictory মূল্যায়ন পদ্ধতিঃ

আমরা প্রতিদিন শিক্ষার্থীকে গণিত ও ইংরেজি হাতে কলমে লাইভে পড়াই। প্রতিদিনের পড়ার উপর হোমওয়ার্ক, এসাইনমেন্ট ইত্যাদি দিয়ে থাকে। এবং সপ্তাহে শেষে অধ্যায়/ইউনিট ভিত্তিক ২টি বিষয়ের উপর MEvictory এর তৈরি করা প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়। যা অভিভাবক ও প্রতিদিন যেকোন স্থান থেকে দেখতে পারে। এমন কি প্রতিদিন কিভাবে কি পড়াচ্ছে পাশে বসে দেখতে পারেন।   

ভালো শিক্ষার্থী শুধুমাত্র গণিত ও ইংরেজি অনলাইনে পড়েঃ  

গণিত ও ইংরেজিতে লজিক ও বেইজ উন্নয়নের জন্য একান্তভাবে একজন ভালো শিক্ষকের প্রয়োজন। এই আধুনিক যুগে আমরা সবাই ব্যস্ত। তাই আগের মত লজিং মাষ্টার, অনেক ক্ষেত্রে গৃহ শিক্ষকও পাওয়া যায় না। বিশেষ করে গ্রামের শিক্ষার্থীরা কোনো কোচিং সেন্টারেও যেতে পারে না আবার গৃহ শিক্ষিকা দূরের কথা শিক্ষকও খুজে পাওয়া যায় না। একজন ভালো শিক্ষার্থী চায় একজন শিক্ষিকার নিকট অনলাইনে সুবিধামত সময় পড়ে গণিত ও ইংরেজির সমস্যাগুলো সমাধান করতে।

আমাদের মত উন্নয়শীল দেশে গণিত ও ইংরেজির বিকল্প নেই।

× How can I help you?